কুশলী ইউনিয়নের অভ্যন্তর দিয়ে বয়ে চলেছে মধুমতি ও বাঘিয়া নদীর একাংশ। এই অংশের সাথে আবার মিলে রয়েছে অনেক গুলো খাল। তবে খাল গুলো বর্তমানে সঠিক রক্ষনা-বেক্ষনের অভাবে চড়া পড়ে যাচ্ছে। খাল গুলোর মধ্যে রয়েছে দক্ষিন কুশলী মুচিবাড়ী খাল, কুশলী-নিলফা খাল, চরকুশলী সাধনের খাল উল্লেখযোগ্য।
কুশলী ইউনিয়নে এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহি বর্ণি বাওড়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস