এই অফিসে নিন্মবর্ণিত কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে।
০১) সরকারি ভূ-সম্পদ রক্ষা ও ব্যবস্থাপনা।
০২) নামজারী, জমাভাগ ও জমাএকত্রীকরণ।
১. নামজারী কার্যক্রমের জন্য সুনিদৃষ্ট ফরমে যাবতীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।
২. ৪৫ (পঁয়তালিশ) টি কার্যদিবসের মধ্যে নামজারী নিস্পত্তির কার্যক্রম সমাধা হবে।
৩. নামজারী ফি বাবদ ( কোর্ট ফি সহ) ২৮৩/-(দুইশত তিরাশি)(ভ্যাটসহ) টাকা দিতে হবে।
৩) অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনাঃ
১. অর্পিত সম্পত্তির লীজ নবায়ন।
২. সেলামীর টাকা আদায় পূর্বক সরকারি কোষাগারে জমাদান।
৩. সম্পত্তির ব্যবস্থাপনার স্বার্থে প্রয়োজনে লীজ বাতিলকরণ ইত্যাদি।
৪) খাস জমি ব্যবস্থাপনাঃ
১. সরকারি খাস জমি উদ্ধার কার্যক্রম।
২. ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্তের বিষয়ে কার্যক্রম।
৩. খাস জমি রক্ষণাবেক্ষণ ইত্যাদি।
৪. সরকারি স্বার্থে দেওয়ানী মামলার যাবতীয় কার্যক্রম পরিচালনা।
৫) সরকারি পাওনা আদায় কার্যক্রমঃ
১. রেন্ট সার্টিফিকেট মামলা পরিচালনা।
২. বকেয়া/অনাদায়ী পাওনা আদায়।
৬) স্বত্ত্ব লিপি সংরক্ষণ ।
৭) গুচ্ছগ্রাম, আদর্শগ্রাম,আশ্রয়ণ প্রকল্প সৃজনসহ সামাজিক ব্যবস্থাপনা কার্যক্রম।
৮) সায়রাত মহাল তথা- হাট-বাজার, জলমহাল ব্যবস্থাপনা ।
৯) ভূমির পরিমাপ সংক্রান্ত কার্যক্রম।
১. সরকারি প্রয়োজনে ভূমির পরিমাপ।
২. প্রয়োজনবোধে নক্সা অংকন।
১০) ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় কার্যক্রম পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা।
১২। ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত বিবিধ কার্যক্রম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস