গ্রাম আদলতে আবেদনের ক্ষেত্রে চেয়ারম্যান, কুশলী ইউনিয়ন পরিষদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ বরাবর লিখিত ভাবে আবেদন করতে হবে।
আবেদন পত্রে নিম্নের বিষয়গুলি অবশ্যই উল্লেখ করতে হবে।
- ১। আবেদনকারী এবং প্রতিবাদীর নাম, ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
- ২। সাক্ষী থাকলে সাক্ষীর নাম, ঠিকানা ও পরিচয় থাকতে হবে।
- ৩। ঘটনার উদ্ববের কারন, ঘটনার স্থান ও ইউনিয়নের নাম, সময়, তারিখ থাকতে হবে।
- ৪। নালিশ বা দাবির ধরন মূল্যমান থাকতে হবে।
- ৫। ক্ষতির পরিমাণ, প্রার্থিত প্রতিকার থাকতে হবে।
- ৬। পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে।
- ৭। সাক্ষীদের ভূমিকা থাকতে হবে।
- ৮। মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে।
- ৯। আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে।
- ১০। মামলা দায়েরের তারিখ থাকতে হবে।